আল্লামা রেজভীর ওয়াজ (৩) !! রেজভীয়া দরবার শরীফ



রেজভীয়া দরবার শরীফ এর প্রতিষ্ঠাতা শের আল্লামা গাজী আকবর আলী রেজভী বিভিন্ন আলোচনা  শুনতে নিচের ভিডিওতে ক্লিক করুন  
⇩⇩⇩


বাংলার আলা হজরত খ্যাত আল্লামা গাজী আকবর আলী রেজভী ছিলেন সুমহান মর্যাদার উচ্চাসনে সুপ্রতিষ্ঠিত। প্রাথমিক শিক্ষক, জ্ঞানী-গুণী অসাধারণ মুসলিম মিল্লাতের জন্য অনন্য দৃষ্টান্ত। তার অবদান শ্রদ্ধার সাথে স্মরণইয়। অনুপম জীবনাদর্শ অনুসরণীয় ও অনুকরণীয়। তিনি পথ ভোলা মুমিনকে দিয়েছেন পথের সন্ধান। সত্য প্রকাশক, সত্য প্রচারক, মৃত্যু সুন্নতকে জিন্দা ক্বারী , বেলায়েতের উচ্চাসনে আসীন হন। আধ্যাত্মিক সাধক, অসাধারণ প্রতিভা, কঠোর সাধনা ও বহুমুখী অবদান এর কারণেই তিনি এই শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হয়।

১৫ শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা গাজী আকবর আলী রেজভী সুন্নী আল কাদরী । সুন্নিয়তের প্রচার ও প্রসারে বাংলার আলা হজরত নামে খ্যাত আল্লামা গাজী আকবর আলী রেজভী তিনি মহান অলিয়ে কামেল ও বিশিষ্ট আলেম। তার নবীপ্রেমের তুলনা ছিল বিরল। আধ্যাত্মিক জগতের মহান নক্ষত্রের পরপারে পদার্পণে আমরা গভীরভাবে শোকাহত।

বাংলাদেশের উত্তরাঞ্চলে সুন্নীয়তের প্রতিষ্ঠাতা একমাত্র তিনিই  রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও সুন্নিয়তের কর্ণধার আল্লামা গাজী আকবর আলী রেজভীর বিভিন্ন আলোচনা শুনতে আপনাকে সাদর আমন্ত্রণ

 আপনি যদি আল্লামা গাজী আকবর আলী রেজভীর বিভিন্ন ঈমানী আলোচনা শুনতে চান তাহলে উপরের ওই ভিডিওটি দেখতে পারেন রেজভীয়া দরবার শরীফ নেত্রকোনায় তিনি আশ্রয় স্থাপন করেন। আমরা খুব বেশি কথা বলব না, উনার সারাটি জীবন বিলিয়ে দিয়েছেন নবীর সুন্নতকে জিন্দা করতে। তিনি তার সারাটি জীবন মানুষকে নবীর সুন্নত ও ঈমানের পরিচয় দিয়ে গেছেন । আমরা তার অনুসারী হতে হলে অবশ্যই তিনির কথামতো আমাদের জীবন যাপন করা উচিত। 

 

إرسال تعليق

ধন্যবাদ -

أحدث أقدم